Sylhet Today 24 PRINT

স্টার প্লাসে প্রচার হবে হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’

বিনোদন ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৬

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘আজ রবিবার’ আগামী ১ অক্টোবর থেকে প্রচার হবে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে। চ্যানেলটি এ নাটকটির পুরো স্বত্ব কিনে তাদের নেটওয়ার্কে প্রায় ১৫০টি দেশে হিন্দি ভাষায় একযোগে প্রচার করবে।

চ্যানেল আইয়ের ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন ম্যানেজার মৃত্তিকা গুণ বলেন, ‘আজ রবিবার’ নাটকটি হুমায়ূন আহমেদ চ্যানেল আইয়ের কাছে দিয়েছিলেন। চ্যানেল আই প্রচার করার পর এখনও তাদের কাছেই রয়েছে।

ভারতে হুমায়ূন ভক্ত থাকায় চ্যানেল আই উদ্যোগ নেয় নাটকটি প্রচারের। এতে সাড়া দিয়ে স্টার প্লাস কর্তৃপক্ষ বাংলাদেশের অনুষ্ঠান চালানোর জন্য সর্বপ্রথম হুমায়ূন আহমদের জনপ্রিয় ‘আজ রবিবার’ নাটকটিকে বেছে নেয়।

পর্যায়ক্রমে স্টার প্লাস বাংলাদেশের জনপ্রিয় কিছু পরিচালকের নাটক প্রচার করবে বলে জানিয়েছে। ‘আজ রবিবার’ নাটকটি ১লা অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্টার প্লাসে রাত সাড়ে এগারো টায় প্রচারিত হবে।

‘আজ রবিবার’ নাটকটি ১৯৯৬ সালে শেষের দিকে বিটিভিতে প্রচার হয়। এ নাটকে অভিনয় করেন আবুল হায়াত, আলী যাকের, মেহের আফরোজ শাওন, শিলা আহমেদ, জাহিদ হাসান, সুবর্ণা মোস্তাফা, আবুল খায়ের, ফারুক আহমেদ, আসাদুজ্জামান নূরসহ অনেকেই। সূত্র : চ্যানেল আই

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.