Sylhet Today 24 PRINT

পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শন ‘নিষিদ্ধ’ ঘোষণা

বিনোদন ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৬

ভারতের সিনেমা দেখানো বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তানের সিনেমা প্রদর্শক ও পরিবেশক গোষ্ঠী। সাম্প্রতিক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি সেনাবাহিনীর প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা।

পাকিস্তানের লাহোর, করাচি এবং ইসলামাবাদে এই ঘোষণা দেওয়া হয়।

বৃহস্পতিবার ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের একটি গোষ্ঠী এবং চলচ্চিত্র প্রযোজক সংস্থা বলিউডে পাকিস্তানি অভিনয়শিল্পীদের কাজ করা নিষিদ্ধ করে। বাতিল করা হয় এক পাকিস্তানি শিল্পীর কনসার্ট। এর আগে পাকিস্তানি অভিনয়শিল্পীদের ভারত থেকে চলে যেতে বলে ভারতের ডানপন্থী সংগঠন।

পাকিস্তানের সিনেমা প্রযোজক ও প্রদর্শকদের সবচে বড় গোষ্ঠী জানিয়েছে, যতদিন না দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে, ততদিন তারা ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন থেকে বিরত থাকবেন।

পাকিস্তানে বলিউডের চলচ্চিত্র অত্যন্ত জনপ্রিয়। তাই ভারতীয় সিনেমা নিষিদ্ধের এ পদক্ষেপের ফলে পাকিস্তানের সিনেমা প্রদর্শক ও পরিবেশক গোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ বিবিসি

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.