Sylhet Today 24 PRINT

গুলশান হামলা নিয়ে সিনেমা বানাবেন ফারুকী

বিনোদন ডেস্ক |  ১১ অক্টোবর, ২০১৬

গত ১ জুলাই বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের সবচেয়ে ভয়ানক হামলা হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে ‘হলি বেকারী’ শিরোনামে সিনেমা নির্মাণ করবেন মোস্তফা সরয়ার ফারুকী। বুসান চলচ্চিত্র উৎসবে তিনি এ ঘোষণা দেন।

মোস্তফা সরয়ার ফারুকী বর্তমানে বুসান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈঘ্য ক্যাটাগরির ছবির বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফারুকী বলেন, গুলশানের ঘটনার পর এ গল্প নিয়ে ছবি নিমার্ণের পরিকল্পনা করেছি। ছবিটা হবে খুব তীব্র ও ঘনিষ্ঠ। আমি বিশ্বাস করি, এ ছবির মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতির ঘৃণার সংস্কৃতি ও অসহিষ্ণুতার উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং প্রগতিশীল বাংলাদেশ আর তথাকথিত রক্ষণশীল মানসিকতার মানুষের বিভেদটা তুলে ধরতে পারব।

ছবিতে কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

ফারুকীর নিজস্ব সংস্থা ছবিয়ালের ব্যানারে নির্মাণ করা হবে ‘হলি বেকারী’। আগামী বছর মার্চে নতুন এ ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.