Sylhet Today 24 PRINT

নাচের মঞ্চে মারা গেলেন নৃত্যশিল্পী

বিনোদন ডেস্ক  |  ২৪ অক্টোবর, ২০১৬

মঞ্চে তখন চলছে নাচের অনুষ্ঠান। নৃত্যরত অবস্থায় হঠাৎ মঞ্চেই পড়ে গেলেন নৃত্যশিল্পী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই!

রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মঞ্চে নাচের সময় এ ভাবেই মারা গেলেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও মারাঠি অভিনেত্রী অশ্বিনী একবোড়ে (৪৪)।

চিকিৎসকরা জানিয়েছেন, নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন অশ্বিনী।

নাচের পাশাপাশি অভিনয়ও করতেন অশ্বিনী। বেশ কিছু মরাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি। মারাঠি নাটক ও থিয়েটার পাড়ায়ও জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। তবে বেশি ঝোঁক ছিলো নাচের দিকে। ভরতনাট্যম শিখেছিলেন। সিনেমা এবং থিয়েটারে অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে নাচের অনুষ্ঠানও করতেন তিনি।

প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া মরাঠি চলচ্চিত্র ও থিয়েটার জগতে। সোনালি কুলকার্লি,রবি যাদবের মতো অভিনেতা-অভিনেত্রীরা টুইটারে শোকপ্রকাশ করেছেন।

শিল্পী সত্তার বাইরেও নারী অধিকার ও পরিবেশ বিষয়ক বিভিন্ন আন্দোলনেও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন অশ্বিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.