Sylhet Today 24 PRINT

আব্দুর রহমানের গানে পর্দা ওঠলো ফোক ফেস্টের

বিনোদন ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৬

দ্বিতীয়বারের মতো বৃহস্পতিবার থেকে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভালের আসর বসেছে নগরীর আর্মি স্টেডিয়ামে। তিন দিনব্যাপী জমকালো এই উৎসবের প্রথমদিন অনুষ্ঠান শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও তার আগে বাউলশিল্পী আব্দুর রহমান মঞ্চ মাতিয়ে তোলেন।

বাউল আব্দুর রহমান বাউলসম্রাট শাহ আবদুল করিমের প্রধান শিষ্য ছিলেন। একে একে তিনি মঞ্চে পরিবেশন করেন বন্দে পিরিতি শিখাইছে, আসি বলে গেলে বন্ধু ছাড়াও আরো কয়েকটি জনপ্রিয় লোকগান। তার মনমাতানো গায়কি সুরে উৎসুক দর্শক-শ্রোতাদের মন মজে ওঠে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে জন্ম নেয়া লোকগানের শিল্পী আব্দুর রহমান আজীবন বাউল গানের ভাবতত্ত্ব নিয়ে জীবনের অর্থ খুঁজেছেন। তার পরিবেশার আগে লোকগানের সঙ্গে নৃত্য পরিবেশন করে পল্লবী ড্যান্স গ্রুপ।

এরপর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬’-এর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.