Sylhet Today 24 PRINT

ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৬

ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশকরা বলছেন, আগামীকাল সোমবার থেকে তাঁরা আবারও ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন শুরু করবেন।

বিবিসি বাংলা জানায়, চলতি বছরের সেপ্টেম্বরে কাশ্মীর নিয়ে দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে পাকিস্তানি অভিনেতাদের ভারতীয় চলচ্চিত্রে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন কয়েকজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা।

এরই জের ধরে গত সেপ্টেম্বর থেকেই ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। কিন্তু এর ফলে পাকিস্তানে চলচ্চিত্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের জের ধরে পাকিস্তান প্রথম ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করে। ওই নিষেধাজ্ঞা ২০০৮ সালে প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। 

এদিকে নিজেদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে বড় অঙ্কের রাজস্ব ক্ষতির মুখে পড়ে দেশটি। আর এই ক্ষতির কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছিলেন তাঁরা। ওই বৈঠকের পরই ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেয় পাকিস্তান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.