Sylhet Today 24 PRINT

শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০১৬

প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০২তম জন্মদিন বুধবার (২৯ ডিসেম্বর)। ১৯১৪ সালের এই দিনে তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। 

কৈশোরে কলকাতা গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার পর শিল্পমনা জয়নুল আবেদীন গদবাঁধা পড়াশোনায় মনোযোগী হতে পারেননি। ১৯৩৩ সালে তাই মাধ্যমিক পরীক্ষায় অংশ না নিয়েই কলকাতায় চলে যান। সেখানে স্বপ্নের গভর্নমেন্ট স্কুল অব আর্টসে ভর্তি হন। ১৯৩৮ সালে ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক অর্জন করেন। 

বাংলাদেশের চারুশিল্পে জয়নুল আবেদীনের অবদান অনেক। সাতচল্লিশের দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তানে জয়নুল আবেদীনের সংশ্লিষ্টতায় পুরান ঢাকার জনসন রোডে গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট নামে একটি শিল্পশিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। এ প্রতিষ্ঠানে তিনিই ছিলেন প্রথম শিক্ষক। পরে অবশ্য দেশ স্বাধীন হওয়ার পর ইনস্টিটিউটটির নাম বদলে বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয় রাখা হয়। ১৯৮৩ সালের ১ সেপ্টেম্বর তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়।

এছাড়াও তিনি সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা তৈরি করেছেন।

তাঁর জনপ্রিয় চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়সহ আরো অনেক ছবি।

জয়নুল আবেদীন তাঁর বিখ্যাত নবান্ন ছবিটি আঁকেন ১৯৭০ সালে। গ্রাম বাংলার উত্‍সব নিয়ে আঁকা ছবিটি ৬৫ ফুট দীর্ঘ। 

বরেণ্য এই শিল্পী ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.