Sylhet Today 24 PRINT

প্রখ্যাত অভিনেতা ওম পুরি আর নেই

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৭

ভারতীয় চলচ্চিত্রে চার দশক ধরে শক্তিমান অভিনেতা হিসেবে বিচরণ করা ওম পুরি মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে শুক্রবার সকালে মুম্বাইয়ের বাসায় নিজের বিছানায় ৬৬ বছর বয়সী এ অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

পদ্মশ্রী পুরস্কার পাওয়া এই চলচ্চিত্র তারকা এই অভিনেতা ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বিতর্কে জড়ানোর অভিনয় থেকে সরে দাঁড়ান।

১৯৫০ সালের ১৮ অক্টোবর আম্বালায় জন্মগ্রহণ করেছিলেন ওম পুরি ৷ পাঞ্জাবি পরিবারের ছেলেটি ছোট থেকেই বড় হয়ে উঠেছিলেন কঠিন অনুশাসনের মধ্যে৷ বাবা ছিলেন সেনাবাহিনীতে৷ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক ডিগ্রী পেয়েছিলেন তিনি৷ দেশ ও বিদেশের বহু সিনেমা, থিয়েটার এবং টিভি সিরিয়ালে অভিনয় করার অভিজ্ঞতা ছিল তাঁর৷ যদিও ১৯৭৬ সালে মারাঠি ছবি ‘ঘাসিরাম কোতওয়াল’-এর মাধ্যমেই প্রথমবার সেলুলয়েডে হাতেখড়ি হয়েছিল এই প্রখ্যাত অভিনেতার৷ হিন্দি এবং মারাঠি ছবির পাশাপাশি মালায়লম, উর্দু এবং ইংরাজি ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি৷


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.