Sylhet Today 24 PRINT

কল্যাণের পক্ষে সোহানা সাবার সাফাই

বিনোদন ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৭

ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়ি চাপা দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়েছে মডেল-অভিনেতা কল্যাণ কোরাইয়াকে। এ নিয়ে ফেসবুকে চলছে নানা যুক্তি-তর্ক। এতে যোগ দিয়েছেন আরেক অভিনেত্রী সোহানা সাবা।

কল্যাণকে ‘বন্ধু’ সম্বোধন করে তার পক্ষে অনেকটা সাফাই-ই গেয়েছেন সোহানা সাবা।

ফেসবুকে সোহানা সাবা লিখেছেন-

‘আমার বন্ধুর খুব অভাব..মিডিয়াতে তো হাতে গোনা ৩/৪টা বন্ধু মাত্র..কল্যাণ সেই ছোট বন্ধুলিস্টের মধ্যমনি!!

আমাদের এক আংকেলের এক পুত্র আরেক পুত্রকে খুন করেছে..সে কারণে কি আংকেল তার খুনি পুত্রকে বাঁচানোর চেষ্টা করেন না !?

তাহলে আমরা আমাদের বন্ধুকে কেন বাঁচাতে চাইব না !? আমরা কেন ওকে সাহায্য করতে গেলেই এত কটুক্তি শুনবো!?

কল্যাণের গাড়ির রং নীল..সে রাতে ১’৩০এক্সিডেন্ট করেছিল ট্রাকের সাথে তেজগা থানার একটু সামনে..

গাড়িটার এক্সিডেন্টের সময় বন্ধু রোসির মাথায় আঘাত লাগলে সে ডিএমসি-তে যায় বন্ধুর সাথে..ফোনে চার্জ না থাকায় বন্ধুকে হারিয়ে খুঁজছিল..তখন এক সাংবাদিকের সাথে তার কথা হয়..

যতটুকু মনে পরছে জিয়া ভাইকে একটা সাদা গাড়ি মেরেছে..১১’৩০-এ..পান্থপথে..
২টা ঘটনা কি করে মিললো !?

২দিন ধরে সবার লেখা পড়ছি…তাতে লেখার লেখক কত ভাল..আর জিয়া ভাইয়ের সাথে তাঁরা কত ঘনিষ্ঠ.. সেটাই আলোচনার বিষয়।

এবার শোনেন আপনাদের কালপ্রিট কেমন..বড়লোকের বড়মানুষের ছেলে না..কিন্তু তার আত্মা এতবড়!

কাউকে কোনদিন কষ্ট দেয়নি..মেয়েদেরকে #মেয়ে ভাবে না..বন্ধু ভাবে..ওকে দেখে মনে হয়না আমার জেনারেশনে সব বেয়াদব ছেলে..মনে হয় আমার ছেলেটা যেন বড় হয়ে কল্যাণের মত মানুষ হয়…!

আপনারা প্লিজ বানিয়ে বানিয়ে ওকে নিয়ে বাজে কথা লিখবেন না..একটা এক্সিডেন্টের (না প্রমাণ হওয়া)জন্যে ছেলেটার সব ভালোমানুষি মিথ্যা হয়ে গেল !?
খুব খারাপ কাজ করেছে কল্যাণ মাতাল হয়ে গাড়ি চালিয়েছে..কিন্তু আপনি বুকে হাত রেখে বলতে পারেন যে জীবনে একবারও এমনটা আপনি বা আপনার বন্ধু করেনি…!?

এদেশে তো এমন আইনও নেই যে মদ খেয়ে গাড়ি..বাইক..ট্রাক..বাস..চালানো যাবে না..তাহলে হয়ত রাতে ১০ভাগ গাড়িই চলতো না…
*কঠোর আইন আছে,,তবে প্রয়োগ নেই…

জিয়া ভাই আমাদের সহকর্মী..তাঁর সুস্থতা কামনা করছি..
কল্যাণও আমার সহকর্মী..ওর প্রতি সহমর্মিতা কামনা করছি.. !?
আমাদের দুই সহকর্মী আমাদের মাঝে ফিরে আসুক, একজন হাসপাতাল থেকে আর অন্যজন কারাগার থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.