Sylhet Today 24 PRINT

২৬ মার্চ আসছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’

বিনোদন ডেস্ক  |  ১৪ জানুয়ারী, ২০১৭

আগামী ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ফেরদৌস-মৌসুমী অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'পোস্টমাস্টার ৭১'।

ছবির পরিচালক আবির খান জানান, গত মঙ্গলবার গাজীপুরে ছবির শেষ অংশের দৃশ্যধারণ করা হয়। এতে অংশ নেন ফেরদৌস ও মৌসুমী। যেহেতু এটি একটি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, তাই আমরা আগামী ২৬ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ছবির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, মুক্তিযুদ্ধের সময় সংবাদ আদান-প্রদানের জন্য চিঠি ছাড়া আর কোনো মাধ্যম ছিল না। গল্পে দেখা যাবে, একজন পোস্টমাস্টার নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নেন। এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পৌঁছে দেন।

ছবিটি প্রযোজনা করেছেন চিত্রনায়ক ফেরদৌস। ছবিতে ফেরদৌস-মৌসুমী ছাড়াও আরও অভিনয় করেছেন আল মনসুর, শহীদুল আলম সাচ্চু, নিঝুম রুবিনা, অভি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.