Sylhet Today 24 PRINT

ভূমিকম্প নিয়ে তারকারা : 'অলস বিবাহিতদের জন্য সুখবর...'

বিনোদন ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৫

এক নিমেষেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল। কিন্তু হতে হতে থেমে গেল। মূহুর্তের মধ্যেই যেন জীব-জড় সব একতালে নড়েচড়ে ওঠলো। মিনিট খানেক স্থায়ী হলো সেই কম্পন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত ৭.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল।

শনিবার দুপুর সোয়া ১২টার পর প্রথম বারের মতো এটি অনুভূত হয়। এরপর একাধিকবার অনুভূত হয় ভূমিকম্প। এ ভূমিকম্পের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নেপাল। মৃতের মিছিল আর ধ্বংসস্তুপে নেপাল যেন এক মৃত্যুপুরী।বিনোদন জগতের অনেক তারকা এই ভূমিকম্পকে সিরিয়াসলি নিলেও কেউ কেউ হাসিঠাট্টা করেছেন স্বভাবসুলভভাবে।

 ভূমিকম্পের পর বিনোদন জগতের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে তুলে ধরেছেন নিজেদের অনুভূতি।

আরেফিন শুভ: দেহ মন পৃথিবী সবই নড়ে ওঠলো…

বিদ্যা সিনহা মিম: ঘরের সবকিছু যেন নড়ছিল। ভূমিকম্প হয়েছে টের পেলাম।

ইরেশ যাকের: সাকিব আর সাব্বির কালকে এমন মারা মেরেছে যে আজও ভূমিকম্প হচ্ছে!

নিরব: এতটা কাঁপছিলাম যে একটা ছবি ওঠাতে চেষ্টা করলেও ফোকাস হচ্ছিল না।

নাজনীন আক্তার হ্যাপী: ভূমিকম্প কখন হলো? তাও নাকি অনেক বেশি! ধুর আমি টের পেলাম না কেন? মিস হয়ে গেলো… 

অপর এক স্ট্যাটাসে হ্যাপী লিখেন-
ওয়াও! একটু আগে ভূমিকম্প হয়েছে আমি শিওর। খুব ভাল লাগল। এবার আর মিস হয়নি।

ইমরান: কিছুই বুঝে ওঠার আগে ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠে রাস্তায় নেমে গেলাম…

সাবিলা নূর: বেঁচে তাহলে আছি…

নুসরাত ফারিয়া: সারাদেশে ভূমিকম্প হচ্ছে। দয়া করে নিরাপদে থাকুন।

সাজু খাদেম: অলস বিবাহিত লোকদের জন্য সুখবর, মাত্রই বিশাল ভূমিকম্প হয়ে গেলো!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.