Sylhet Today 24 PRINT

বিজ্ঞাপনে জুটি বাঁধলেন জাহিদ-মৌসুমী

বিনোদন ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৭

দুজনে একসঙ্গে নাটক-টেলিফিল্মে জুটি বেঁধে অভিনয় করেছেন বহুবার। ‘প্রজাপতি’ নামের একটি ছবিতেও তারা একে অপরের বিপরীতে কাজ করেছেন। বলছি দর্শকনন্দিত অভিনেতা জাহিদ হাসান ও প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর কথা।

এবার তারা বিজ্ঞাপনে জুটি হলেন। আরএফএল ইলেক্ট্রনিক্স লিমিটেডের (আরইএল) পণ্য ভিশন রেফ্রিজারেটরের একটি টিভিসিতে দেখা যাবে তাদের। নাফিস রেজার পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সিমি স্নিগ্ধা।

সোমবার (৬ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে টিভিসিটির শুটিং শুরু হয়েছে। চলবে আজ মঙ্গলবার পর্যন্ত।

এই বিজ্ঞাপন প্রসঙ্গে আরএফএল ইলেকট্রনিক্সের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ বলেন, ‘অনেক চমক নিয়ে বিগ বাজেটে নির্মিত হচ্ছে বিজ্ঞাপনটি। ভিশন রেফ্রিজারেটরকে ক্রেতাদের কাছে নতুনভাবে তুলে ধরবেন জাহিদ-মৌসুমী।’

ভিশনের ব্র্যান্ড ম্যানেজার মুহিত চক্রবর্তী বলেন, ‘ভিশন রেফ্রিজারেটর জনপ্রিয় একটি পণ্য। একে আরও জনপ্রিয় তারকাদের নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করা হচ্ছে। আশা করছি টিভিসিটি ভালো লাগবে সবার।’

নির্মাতা নাফিস রেজা জানান, শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।

প্রসঙ্গত, গেল বছরের শেষদিকে অভিনেতা জাহিদ হাসান ভিশন ইলেক্ট্রনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন। সেই চুক্তির অংশ হিসেবেই তিনি এই বিজ্ঞাপনটিতে কাজ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.