Sylhet Today 24 PRINT

সিলেটে প্রদর্শনীর প্রথম দিনে দর্শক প্রশংসিত ‘ভুবন মাঝি’

উত্তম কাব্য  |  ১২ মার্চ, ২০১৭

সিলেটে শুরু হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'ভুবন মাঝি'-র প্রদর্শনী। প্রথম দিনে ছবিটি দেখতে ভিড় করেছেন সিলেটের নানা বয়সী মানুষ।

রোববার (১২ মার্চ) দুপুর পৌনে ৩টায় কবি নজরুল অডিটোরিয়ামে ছবিটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকেল ৫টা ও সন্ধ্যা সোয়া ৭টায় আরো দু'টি প্রদর্শনী হয়। ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন একই সময়ে তিনটি করে প্রদর্শনী হবে।

'ভুবন মাঝি' ছবিটি দেখার প্রতিক্রিয়া জানিয়ে জালালাবাদ ক্যান্টলম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের প্রভাষক আফরোজা বিথী বলেন, মুক্তিযুদ্ধের উপর নির্মিত অসাধারণ একটা ছবি দেখলাম। আমি আমার পরিচিত সবাইকে বলব সবাই যেন ছবিটা দেখতে আসে।

এমসি কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থী শুভ্রনীল শুভ্র বলেন, ছবিটা দারুন লেগেছে। মুক্তিযুদ্ধের উপর নির্মিত ছবির মধ্যে এটা অন্যরকম ছিল।

নর্থইস্ট ইউনির্ভাসিটির ইংরেজী বিভাগের শিক্ষার্থী অর্পণা জানান, বন্ধু-বান্ধব নিয়ে ছবি দেখতে আসলাম। অনেক ভাল একটা ছবি।

প্রদর্শনীর আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহ-সভাপতি শামসুল আলম সেলিম বলেন, সিলেটে 'ভুবন মাঝি'-র প্রিমিয়ার শোতে দর্শক মোটামুটি হলেও আশা করি পরবর্তী প্রদর্শনীগুলোতে দর্শক বাড়বে। আজ দিনের তুলনায় সন্ধ্যায় প্রচুর দর্শক হয়েছে। যতো প্রচার বাড়বে, দর্শকও ততো বাড়বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.