Sylhet Today 24 PRINT

জাহাঙ্গীর লুসাইয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েটিং এক্সপ্রেস’

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৭

মালতি অপেক্ষা করছে, রেলস্টেশনে রেলের জন্যে। ২০ বছর আগে ফাল্গুনের প্রথম প্রহরে এভাবে এসেছিল সে, পরনে ছিল নীল শাড়ি। অপেক্ষায় ছিল নীলান্তের জন্যে।

কথা ছিল সিঁথিতে সিঁদুর পরিয়ে নীলান্ত তাকে নিয়ে যাবে। আসেনি নীলান্ত। তারপর বহুকাল।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র অংকন ছুটিতে বাড়ি যাচ্ছে। প্ল্যাটফর্মেই পরিচয় মালতির সাথে। দুজনেরই গন্তব্য শ্যামপুর। পরিচয়ের সূত্রে অংকন আবিষ্কার করে মালতিই তার এক দাদুর হারিয়ে যাওয়া ভালোবাসা। যার জন্য নীলান্তও সারাজীবন অপেক্ষায় কাটিয়ে দিয়েছে।

এমনি এক গল্পকে উপজীব্য করে তরুণ নির্মাতা জাহাঙ্গীর লুসাইয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়েটিং এক্সপ্রেস’।

নোঙর প্রযোজিত চলচ্চিত্রটি আগামী ১৪ মার্চ মঙ্গলবার রাত ৮ টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে প্রচারিত হবে। পরের সপ্তাহ থেকে চ্যানেল নাইনের ইউটিউবেও ছবিটি দেখা যাবে।

৯ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যে মালতির চরিত্রে অথৈই তাহা, নীলান্তে জয়ন্ত দত্ত আর অংকন চরিত্রে শুভ দত্ত অভিনয় করেন।

সিনেমাট্রোগ্রাফিত ছিলেন পংকজ রনি, ক্রিয়েটিভ ডিরেক্টর ইমরান রবিন, সহকারি পরিচালক জালাল রাসেল ও আরেফিন কাব্য এবং সম্পাদনায় এমএমআর সজিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.