Sylhet Today 24 PRINT

ধূমপান ও মদ্যপান ছাড়ছেন শাহরুখ

বিনোদন ডেস্ক  |  ১৯ মার্চ, ২০১৭

সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটাতে স্বাস্থ্যকর জীবনযাপন করতে চান। আর তাই ধূমপান ও মদ্যপান ছেড়ে দেয়ার ইচ্ছের কথা জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

তিন সন্তানের জনক শাহরুখ বলেছেন, "আমার যখন ১৫ বছর বয়স ছিল, তখন বাবা-মাকে হারিয়েছি। আমার সন্তানদের সঙ্গে একই ঘটনা ঘটুক, সেটা চাই না। আমি আরও ২০-২৫ বছর ওদের পাশে থাকতে চাই। তার জন্য সুস্থ থাকা জরুরি। সেই কারণেই ধূমপান ও মদ্যপান ছেড়ে দিয়ে শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ থাকতে চাইছি।"

শাহরুখের দুই সন্তান আরিয়ান ও সুহানা বড় হয়ে গিয়েছে। তৃতীয় সন্তান আবরামের বয়স মাত্র ৪ বছর। আর শাহরুখের বয়স এখন ৫০।

শাহরুখ বলেছেন, এই বয়সে একটি শিশু সন্তান থাকা ভাল ব্যাপার। এর ফলে তিনি সারল্য ও ভালবাসাকে অন্য রূপে দেখতে পাচ্ছেন। তাই সন্তানদের জন্যই নিজেকে সুস্থ রাখতে চাইছেন তিনি।

শুধু শারীরিকভাবে সুস্থ থাকাই নয়, মেজাজও নিয়ন্ত্রণে রাখতে চাইছেন শাহরুখ। তিনি জানিয়েছেন,পরিবারের লোকজনকে কথা দিয়েছেন, এবার থেকে আর কোনও বিতর্কে জড়াবেন না। ২০১২ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে গোলমাল হয়েছিল, সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.