Sylhet Today 24 PRINT

অনলাইনে ফাঁস ‘গেইম অফ থ্রোন্স’

এ সিরিজের সর্বশেষ প্রচারিত সপ্তম সিজনটি অবৈধভাবে দেখা হয়েছে ১০০ কোটি বারেরও বেশি!

নিউজ ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৭

বছর জুড়েই নানা কারণেই আলোচনায় এসেছে মার্কিন টিভি চ্যানেল এইচবিওর সাড়াজাগানো টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’। এ সিরিজের সর্বশেষ প্রচারিত সপ্তম সিজনটি অবৈধভাবে দেখা হয়েছে ১০০ কোটি বারেরও বেশি!

ভ্যারাইটি ফেয়ার বলছে, সম্প্রতি পাইরেসি বিরোধী গবেষণা প্রতিষ্ঠান ‘মুসো’র সমীক্ষায় উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য। ‘গেইম অফ থ্রোন্সে’র সপ্তম সিজনের প্রতিটি পর্বই ছিলো দর্শকপ্রিয়। চ্যানেল কতৃপক্ষের বৈধ সম্প্রচার ছাড়াও অবৈধভাবে এ সিরিজটি গড়ে দেখা হয়েছে প্রায় ১১৪ কোটি বারের বেশি। টরেন্ট বা অন্যন্য ডাইনলোডার ছাড়াও লাইভ স্ট্রিমিং’য়ের মাধ্যমেও অবৈধভাবে দর্শক দেখেছে এ সিরিজটি।

প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ডি চ্যাটারলি বলেন, “‘গেইম অফ থ্রোন্স’য়ের বিপুল জনপ্রিয়তার কারণেই এমনটি ঘটেছে। বছর জুড়ে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো জন স্নো ও ‘গেইম অফ থ্রোন্স’ সিজন সাত। প্রচারের আগেই এইচবিও’র কাছ থেকে ফাঁস হয়ে যায় এ সিরিজটির ভিডিও- এ খবর তো সবাই জানেন। এটাও এ বিপুল পরিমাণ পাইরেসির বড় একটি কারণ।”

লাইভ স্ট্রিমিং পাইরেসিকে আরও বড় পরিসরে নিয়ে গেছে বলে মন্তব্য করে তিনি বলেন, “মোট পাইরেসির প্রায় ৮৪.৬৬ শতাংশই হয়েছে লাইভ স্ট্রিমিং’য়ের মাধ্যমে। ৯.১২ শতাংশ দর্শক টরেন্ট ও ৫.৫৯ শতাংশ দর্শক অন্যান্য ডাউনলোডারের মাধ্যমে অবৈধভাবে সিরিজিটি দেখেছেন। লাইভ স্ট্রিমিংয়ের মতো আধুনিক ব্যবস্থা আসায় পাইরেসি বহুগুণে বেড়েছে।”

চলতি বছর ১৬ জুলাই প্রচার শুরু হয় ফ্যান্টাসি ঘরানার টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’য়ের সপ্তম সিজন। এ সিজনের শেষ দুই পর্ব প্রচারের আগেই ফাঁস হয়ে যায় অনলাইনে। ২০১১ সাল থেকে শুরু হওয়া এ ধারাবাহিক টিভি সিরিজটি প্রচারের পর থেকেই রয়েছে দর্শকপ্রিয়তার শীর্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.