Sylhet Today 24 PRINT

ফোকফেস্টে যেভাবে নিবন্ধন করবেন

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০১৭

আন্তর্জাতিক লোকসংগীতের উৎসব ‘ঢাকা ফোকফেস্ট ২০১৭’-এর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।
 
আগেরবারের মতো এবারও দর্শকরা বিনামূল্যে শুধু অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এ অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। এ জন্য ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
 
এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের নম্বর বা স্কুল-কলেজের পরিচয়পত্রের প্রয়োজন হবে। নিবন্ধন-পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
 
ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে তিন দিনের উৎসবের জন্য তিনটি প্রবেশ পাস সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট তারিখের পাস নিয়ে উৎসবস্থলে উপস্থিত হওয়া যাবে।
 
উৎসবে নেয়া হবে কড়া নিরাপত্তাব্যবস্থা। কেউ কোনো ধরনের ব্যাগ নিয়ে অনুষ্ঠানে ঢুকতে পারবে না।
 
অনুষ্ঠান থেকে রাত ১০টার পর একবার বের হলে আর ভেতরে প্রবেশ করা যাবে না। অনূর্ধ্ব-১০ বছরের শিশু অনুষ্ঠানে ঢুকতে পারবে না। প্রত্যেককে নিজের সঙ্গে পরিচয়পত্র রাখার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
 
তৃতীয় এ আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে বাংলাদেশ ছাড়াও যোগ দিচ্ছে- ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, তিব্বত ও মালির খ্যাতিমান ১৪০ খ্যাতিমান সংগীতশিল্পী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.