Sylhet Today 24 PRINT

কলকাতায় বাংলা ও তেলেগু ভাষার ছবিতে জাহিদ

বিনোদন ডেস্ক |  ২১ নভেম্বর, ২০১৭

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে এবার দেখা যাবে ভারতীয় ছবিতে। এটি কলকাতার ছবি হলেও বাংলার পাশাপাশি তেলেগু সংস্করণেও নির্মিত হবে। বিষয়টি নিশ্চিত করলেন এ অভিনেতা নিজেই।

জাহিদ হাসান বলেন, ‘‘ছবির নাম ‌‘সিতারা'।ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে এই সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। পরিচালক আশীষ রায়। উপন্যাস ও পাণ্ডুলিপি আমি পড়েছি। ভালো লেগেছে।’’

মূলত দুই মাস আগে নির্মাতারা জাহিদের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি নিয়ে প্রাথমিক আলাপের পর পাণ্ডুলিপিটি পড়েন তিনি। এরপর চুক্তিবদ্ধ হন। ছবিতে জাহিদ হাসানের চরিত্রের নাম দিলু।

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার ভারত অংশে এই সিনেমার শুটিং হবে। আগামী বছর জানুয়ারিতে শুটিং শুরু হবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.