Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে নন্দিতা সিনেমা হলে বিনামূল্যে দেখা যাবে ‘গেরিলা’

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ডিসেম্বর, ২০১৭

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সিলেটের নন্দিতা সিনেমা হলের মর্নিং শোতে (সকাল সাড়ে ১০টায়) বিনামূল্যে দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা'।

ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উৎসাহিত করার জন্য তথ্য মন্ত্রনালয়ের অনুরোধে সারাদেশের সব সিনেমা হলে ১৬ ডিসেম্বর মর্নিং শোতে
৩টি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা (আগুনের পরশমনি, জয়যাত্রা ও গেরিলা) থেকে যেকোন একটি প্রদর্শন করা হবে।

এর ধারাবাহিকতায় নন্দিতায় সকাল সাড়ে দশটায় প্রদর্শন করা হবে নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত 'গেরিলা'।

‘গেরিলা’ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশী চলচ্চিত্র। সৈয়দ শামসুল হকের ‘নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি৷ চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান। গেরিলা ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, গাজী রাকায়েত প্রমুখ।

নন্দিতায় সিনেমাটি দেখার জন্য কোন টিকেট লাগবে না। শো শুরু হবে ১৬ই ডিসেম্বর, শনিবার, সকাল সাড়ে ১০টায়।

নন্দিতা সিনেমাহলের তত্ত্বাবধায়ক হারুন অর রশীদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.