Sylhet Today 24 PRINT

শুক্রবার পূজাকে দেখতে পাবেন দর্শকেরা

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুলে নবম শ্রেণিতে পড়েন পূজা চেরি রায়। শিশুশিল্পী হিসেবেই পরিচিত তিনি। স্কুলের গণ্ডি না পেরুতেই দুই সিনেমায় কাজ করেছেন। ‘পোড়ামন-টু’ সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্রে নাম লেখান। তবে এর আগেই চুক্তিবদ্ধ হওয়া দ্বিতীয় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘নূরজাহান’ সিনেমাটি। এর মাধ্যমে নায়িকা হিসেবে পর্দায় অভিষেক হবে পূজা চেরি রায়’র। এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার আদৃত। কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

জানা যায়, আলোচিত মারাঠি সিনেমা ‘সাইরাত’-এর রিমেক ‘নূরজাহান’। সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার অভিমন্যু মুখোপাধ্যায় ও বাংলাদেশের আব্দুল আজিজ। ১৬ ফেব্রুয়ারি সিনেমাটি দুই বাংলায় মুক্তি পাবে। মুক্তি উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে সিনেমাটির নির্মাতা, নায়ক-নায়িকাসহ অন্যান্য কলাকুশলী উপস্থিত ছিলেন।

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘চিরদিনই তুমি যে আমার’ এর পর রাজ চক্রবর্তীর বেশ কিছু চলচ্চিত্র মুক্তি পায়।  যার প্রায় সবগুলো সিনেমা ব্যবসায়ীকভাবে সফল।

অভিনেত্রী পূজা সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য ‘পোড়ামন-টু’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে নিজের নাম লেখান।  রায়হান রাফির পরিচালনায় এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক রোশান। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর আগে পূজা চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.