Sylhet Today 24 PRINT

এশিয়ান টেলিভিশনে সরাসরি সঙ্গীতানুষ্ঠানে সেলিম ও নেভী

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ০৮ মার্চ, ২০১৮

এশিয়ান টেলিভিশনের সঙ্গীত বিষয়ক সরাসরি অনুষ্ঠানে ‘ওয়ালটন এশিয়ান মিউজিক’ সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও নেভী তালুকদার।  শুক্রবার (৯ মার্চ) রাত ১১ টায় প্রচারিত হবে এ সঙ্গীতানুষ্ঠানটি।

উক্ত সঙ্গীতানুষ্ঠানে শিল্পীদের সাথে যন্ত্রশিল্পী হিসেবে পরিবেশন ও সহযোগিতা করবেন নোঙ্গর।

সিলেট অঞ্চলের মৌলভীবাজারে বেড়ে ওঠা শিল্পী সেলিম চৌধুরী দীর্ঘদিন লোক সংগীতের চর্চা করছেন এবং সিলেট অঞ্চলের লোকসংগীত পরিবেশন এবং পরিচিতি প্রদানে তার বিশেষ অবদান রয়েছে। পাশাপাশি জনপ্রিয় সংগীত শিল্পী নেভী তালুকদার সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমান ঠিকানা শ্রীমঙ্গল। সংগীত পরিবারে জন্মগ্রহণ করার সুবাদে ছোটবেলা থেকেই নেভী তালুকদারের প্রাচীন লোকসংগীতের জন্য রয়েছে দরদী কণ্ঠের যাদু।

পুরো অনুষ্ঠানেই এ দু’জন শিল্পী সিলেট অঞ্চলের গীতিকবি ও বাউল মহাজনদের জনপ্রিয় সংগীতগুলো পরিবেশন করবেন। অনুষ্ঠানটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন মনজুরুল হক মনজু।

এশিয়ান টেলিভিশনের সরাসরি সম্প্রচার এই বিশেষ আয়োজনে সিলেট অঞ্চলের লোকসংগীত উপভোগ করার জন্য দেশ-বিদেশের সংগীত শ্রোতাদের স্ব-পরিবারে আমন্ত্রণ জানান এই শিল্পীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.