Sylhet Today 24 PRINT

শাহ আব্দুল করিমের বাড়িতে স্থাপিত হচ্ছে স্মৃতি যাদুঘর

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৮

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বসতভিটায় 'বাউল শাহ্ আব্দুল করিম স্মৃতি যাদুঘর' নির্মিত হতে যাচ্ছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে এটি স্থাপন করা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে স্মৃতি যাদুঘরটি নির্মাণ করবে টিএমএসএস।

সোমবার বাউলের বসতভিটায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্মৃতি যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।

এ সময় পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিনসহ পিকেএসএফ ও টিএমএসএসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তাঁর বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে। ভক্তদের কাছে তিনি বাউল সম্রাট হিসেবে পরিচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.