Sylhet Today 24 PRINT

নাটক নিয়ে ঢাকা ও রাজশাহীতে যাচ্ছে মণিপুরি থিয়েটার

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০১৮

ঢাকা ও রাজশাহী মিলিয়ে ৩ দিনের নাট্য সফরের উদ্দেশ্যে বুধবার (৪ এপ্রিল) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ ছাড়ছে জনপ্রিয় মণিপুরি থিয়েটার।

আগামী ৫ থেকে ৭ এপ্রিল এই সফরে ঢাকার পদাতিক নাট্য সংসদ আয়োজিত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে ৫ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মণিপুরি থিয়েটার মঞ্চায়ন করবে নাটক ‘ইঙাল আধার পালা’। নাটকটির রচনা ও নির্দেশনায় আছেন শুভাশিস সিনহা।

পরদিন ৬ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র-এর আয়োজনে ঢাকার বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মঞ্চায়ন করবে নাটক ‘কহে বীরাঙ্গনা’। মাইকেল মধুস‚দন দত্ত-এর ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।

ঢাকার পর রাজশাহীতে যাবে দলটি। ৭ এপ্রিল (শনিবার) বিকাল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসবে পরিবেশন করবে ‘কহে বীরাঙ্গনা’।

এ প্রসঙ্গে মনিপুরী থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা বলেন, “দুটো নাটকের বার্তা প্রায় এক, প্রেম, স্বপ্ন আর আপন অস্তিত্বকে সুন্দর করে বাঁচিয়ে রাখার নামই জীবন, তারই সন্ধানে এই নাট্য অভিযাত্রা, আশাকরি নাটক দুটি দর্শকদের অন্যতর শৈল্পিক আনন্দ দেবে।”

প্রেমসিং নামে একজন মৃদঙ্গ বাদকের জীবনের ট্র্যাজেডির মধ্য দিয়ে ‘ইঙাল আধার পালা’ নাটকে মণিপুরি তথা প্রান্তিক সমাজের সাংস্কৃতিক সংকটকে প্রতীকী ভাবে রূপায়িত করা হয়েছে। নাটকটিতে অভিনয় করবেন- জ্যোতি সিনহা, উজ্জ্বল সিংহ, অরুণা সিনহা, স্বর্ণালী সিনহা, শ্যামলী সিনহা, প্রিয়াঙ্কা সিনহা, সুজলা সিনহা, সুশান্ত সিংহ, বিধান সিংহ, সুনীল সিংহ, সমরজিৎ সিংহ, দীপু সিংহ। নাটকটির সঙ্গীতে রয়েছেন শর্মিলা সিনহা, অঞ্জনা সিনহা, বাবুচান সিংহ, সুশান্ত সিংহ প্রমুখ।

‘কহে বীরাঙ্গনা’ নাটকে মহাভারতের চার নারীর বঞ্চনা, প্রেম, করুণা আর প্রতিশোধ স্পৃহাকে চার নারীচরিত্রের মধ্য দিয়ে রূপায়িত করা হয়েছে, যার শেষ কথা হিংসা নয়, প্রেমেই মিলবে মুক্তি। নাটকটির সঙ্গীতে আছেন শর্মিলা সিনহা, বিধান চন্দ্র সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা। নাটকটিতে একক অভিনয় করবেন জ্যোতি সিনহা। ভাবমুদ্রা রূপায়নে রয়েছেন স্বর্ণালী সিনহা, অরুণা সিনহা, অনামিকা চ্যাটার্জী, শ্যামলী সিনহা। আলোক প্রক্ষেপণে মো. শাহজাহান মিয়া। দৃশ্যসজ্জায় আলী আহমেদ মুকুল, সজলকান্তি সিংহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.