Sylhet Today 24 PRINT

প্রথমবারের মতো একমঞ্চে তারা তিনজন

বিনোদন ডেস্ক |  ০৮ মে, ২০১৮

রোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা। বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন গুণী অভিনয়শিল্পী। তিন প্রজন্মের এই তিন শিল্পী এবার একসঙ্গে হাজির হবেন মঞ্চে। এর আগে তারা তিনজন একই নাটকে অভিনয় করেননি।

নতুন রেপার্টরি নাট্যদল ‘হৎমঞ্চ’ মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘রুধিররঙ্গিণী’। এটি নাট্য দলটির প্রথম প্রযোজনা।

শুভাশিস সিনহার লেখা ও নির্দেশনায় নাটকটি মঞ্চে আসবে ১৫ মে। এই নাটকের মাধ্যমে প্রথমবার মণিপুরি থিয়েটারের বাইরে এসে কোনো নাটক নির্দেশনা দিচ্ছেন তরুণ নির্দেশক শুভাশিস সিনহা।

হৃৎমঞ্চের সমন্বয়ক পাভেল রহমান বলেন, ‘থিয়েটার আর্ট ইউনিটের রোকেয়া রফিক বেবী,  প্রাচ্যনাটের আজাদ আবুল কালাম, ও মণিপুরী থিয়েটারের জ্যোতি সিনহা। দেশের প্রথম সারির তিনটি নাট্যদলের এই তিন নন্দিত শিল্পী এবার একসঙ্গে মঞ্চে অভিনয় করবেন। এটা নাট্যাঙ্গনে চমকপ্রদ একটা ঘটনা হবে।’

‘রুধিররঙ্গিণী’ নির্দেশনা দেবার পাশাপাশি দলটির আর্টিস্টিক ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন শুভাশিস সিনহা। এ মাসেই নাটকটি মঞ্চে আসবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.