Sylhet Today 24 PRINT

রবি ঠাকুরের ‘একলা চলো রে’ গানে গানে কোনালের বার্তা (ভিডিও)

বিনোদন ডেস্ক |  ১১ মে, ২০১৮

‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’—রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিতে একেবারে অন্যভাবে পাওয়া গেল ইউটিউবে।

গানের উপস্থাপনা, বিশেষ করে ভিডিও কনসেপ্ট নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে চলছে প্রশংসার স্ট্যাটাস! যার বেশিরভাগই এর গায়িকা সোমনুর মনির কোনালকে উদ্দেশ্য করে। যেখানে অনেকে বলছেন, নিজেদের ভালোলাগা ও অবাক হওয়ার কথা।

এদিকে, ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই এই ভিডিও তৈরি বলে জানালেন শিল্পী। ভিডিওর কনসেপ্টটিও তার।

কোনালের ভাষ্যটা এমন, ‌‘এটি আমার খুব প্রিয় একটি গান। আমি যখন বিষণ্ণ থাকি, তখন এটি শুনলে ভীষণ উৎসাহ পাই। সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিপীড়ন নিয়ে আমরা অনেকে সোচ্চার হচ্ছি। সামাজিক মাধ্যমগুলোতে লিখছি বা তথ্য শেয়ার করছি। এর বাইরে তো কিছু করতে পারছি না! কেউ চাইলেও পারছেন না বা কেউ পারলেও হয়তো করছেন না। আমি একজন শিল্পী। আমি তাই গান দিয়ে কিছু একটা করতে চেয়েছে। আর এ কারণে যে গানে আমি নিজে উৎসাহ পাই, সেটিকেই বেছে নিয়েছি। এরপর গানের ভিডিওর কনসেপ্টগুলো তৈরি করি।’

ভিডিওতে কল্পনা ও ভিএফক্সের মাধ্যমে বাস্তবতা দেখানো হয়েছে। বেশ কয়েটি চরিত্র এগুলো উপস্থাপন করেছে। কোনাল নিজেও এতে অভিনয় করেছেন।

কবিগুরু এ গানটির নতুনভাবে সংগীতায়োজন করেছেন নির্ঝর চৌধুরী ও শাহরিয়ার আলম মার্সেল।

ভিডিওটি পরিচালনা করেছেন তানহা জাফরীন। রবি ঠাকুরের জন্মদিনে এটি চ্যানেল আইয়ের ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।

কোনাল আরও বললেন, ‘গানটির ইউটিউব বক্সটি মন্তব্যের জন্য খোলা রাখা হয়েছে। কোনও মন্তব্য মোছা হচ্ছে না। সবচেয়ে অনুপ্রেরণার বিষয়, এখন পর্যন্ত কোনও ধরনের খারাপ মন্তব্য আমরা পাইনি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.