Sylhet Today 24 PRINT

বাবার কবরে চিরনিদ্রায় তাজিন আহমেদ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মে, ২০১৮

বাবার কবরেই সমাহিত করা হলো ছোট পর্দার অভিনেত্রী তাজিন আহমেদকে।

বুধবার (২৩ মে) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজার পর দুপুর ২টা ৪৩ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তার বাবার কবরে তাকে দাফন করা হয়।

এর আগে শেষবারের মতো মা’কে দেখাতে অভিনেত্রী তাজিন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। অভিনেত্রী তাজিনের মা দিলারা জলি চেক ডিজঅনার মামলায় প্রায় ২ বছর ধরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

তারপর তাজিন আহমেদের মরদেহ উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে রাখা হয়। এখানে ছোট পর্দার এই তারকার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু আর শুভানুধ্যায়ীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন- আফরোজা বানু, আনজাম মাসুদ, অমিতাভ রেজা, অনিমেষ আইচ, ডি এ তায়েব, স্বাগতা, চয়নিকা চৌধুরী, মাসুম রেজা, সাব্রিনা, ভাবনা, শাহনাজ খুশি, ফজলুর রহমান বাবু, জয়রাজ, এস এ হক অলিক, ইরেশ যাকের, রোকেয়া প্রাচী, রোজি সিদ্দিকী, নওশিন, নাসিম, বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটি, শহীদুজ্জামান সেলিম, জয় শাহরিয়ার, মুক্তি, মম, সিদ্দিক, ইন্তেখাব দিনার, লিটু আনাম, অনি, পিকলু চৌধুরীসহ প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সংবাদপত্রেও কাজ করেছিলেন তাজিন।

১৯৯৬ সালে তাজিন আহমেদের অভিনয়জীবনের শুরু। দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত 'শেষ দেখা শেষ নয়' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিষেক হয় তার।

এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি দীর্ঘদিন থিয়েটারে অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম অর্জন করেছেন তিনি। খুব ভালো তাজিন আহমেদের লেখার হাতও। অনেক দিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।

উল্লেখ্য, মঙ্গলবার সেদিন সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। পরে তাকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবশেষে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.