Sylhet Today 24 PRINT

‘দেবী’ মুক্তি পাচ্ছে ৭ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক |  ০১ জুন, ২০১৮

নিজের জন্মদিনে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস থেকে নির্মিত ‘দেবী’র মুক্তির তারিখ জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

শুক্রবার (১ জুন) সকালে ফেসবুকে এক ভিডিও বার্তায় চঞ্চল চৌধুরী জানিয়েছেন ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘দেবী’।

এসময় চঞ্চল বলেন, শিল্প এমনি এমনি বাঁচেন না। শিল্প বাঁচেন পৃষ্ঠপোষকতায়। আর দর্শক যে কোনো শিল্পের পৃষ্ঠপোষক। আশা করা যায় সব শ্রেণীর দর্শক দলে দলে ৭ সেপ্টেম্বর থেকে ‘দেবী’ দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।

আমরা একটি খারাপ সময়ে দাঁড়িয়ে আছি এমন অভিব্যক্তি প্রকাশ করে চঞ্চল বলেন, আছি। সব সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। দূরত্ব তৈরি হচ্ছে। পাশের মানুষগুলোকে ভালোবাসতে হবে। পাশের মানুষ যেনো দূরে সরে না যায়। সবাইকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আত্মকেন্দ্রিক চিন্তা থেকে বেরিয়ে এসে যেটি করলে পরিবারের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, সেটিই করতে হবে।

বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে নির্মিত হচ্ছে ‘দেবী’ চলচ্চিত্র। পরিচালনা করেছেন অনম বিশ্বাস। প্রযোজক করেছেন জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমা।

‘দেবী’ চলচ্চিত্রে মিসির আলি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে এবং রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এছাড়াও আরো অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.