Sylhet Today 24 PRINT

‘হিন্দু জানতে পারলে আমাকে সমস্যায় পড়তে হতে পারে’

বিনোদন ডেস্ক |  ১৫ জুন, ২০১৮

‘কেরিয়ার শুরুর সময় অনেকেই আমাকে বলেছিলেন, হিন্দু জানতে পারলে সমস্যায় পড়তে হতে পারে। তাই সবাই আমাকে মিম বলেই ডাকতে শুরু করেন। আমি চেয়েছিলাম, কাজ আমার পরিচয়, ধর্ম নয়! ধর্ম কখনোই আমার কেরিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি।’ -বললেন বিদ্যা সিনহা মিম, জনপ্রিয় চলচ্চিত্র তারকা। বাংলাদেশের পাশাপাশি অভিনয় করছেন ভারতের বাংলা ছবিতেও।

ঈদ উপলক্ষে শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে মিমের নতুন ছবি ‘সুলতান: দ্য সেভিয়ার’। ছবিতে তিনি জিতের বিপরীতে অভিনয় করেছেন। ছবিটির প্রচারণা উপলক্ষে সম্প্রতি কলকাতায় যান তিনি। সেখানে এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

মিম জানান, ‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবির প্রচারণার জন্য গত সপ্তাহে তিনি কলকাতায় গিয়েছিলেন। সাত দিন ছিলেন সেখানে। এ সময় বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল আর আর কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

ঈদের ছুটিতে ব্যাংক যাচ্ছেন মিম। মা-বাবাকে সাথে নিয়েই এই সফর। মিম জানালেন- ব্যাংককের হাসপাতালে বাবার (অধ্যাপক বীরেন্দ্র নাথ সাহা) শারীরিক চেকআপ করাব। তেমন গুরুতর কিছু নয়, তারপরও। এরপর যাব কো সামুই দ্বীপে। কয়েক দিন থাকব। ২৪ জুন দেশে ফিরব।’

এরই মধ্যে কলকাতায় তিনটি ছবিতে অভিনয় করেছেন মিম—‘ব্ল্যাক’, ‘ইয়েতি অভিযান’ ও ‘সুলতান দ্য সেভিয়ার’। প্রথমটি সোহম চক্রবর্তীর সঙ্গে আর দ্বিতীয়টি বুম্বাদার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এরপর? মিম বলেন, ‘নতুন ছবির ব্যাপারে কথা হচ্ছে। কোনোটাই চূড়ান্ত হয়নি। জিতের সঙ্গে আরও কাজ হবে। কিন্তু এখনই না। এখন যে কাজগুলোর ব্যাপারে কথা হচ্ছে, সেগুলো অন্য প্রজেক্ট।’

জিৎকে নিয়ে মিম বলেন, ‘ছোটবেলায় জিৎদাকে যেমন দেখেছিলাম, এখনো তেমনই আছেন। লুক থেকে শুরু করে চেহারাতেও কোনো পরিবর্তন নেই। আমাদের নতুন ছবির গানগুলো দেখে মনে হবে, তিনি বড়জোর ২৫ বা ২৬ বছরের যুবক।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি নিয়ে মিম বলেন, ‘আমরা যৌথ প্রযোজনাকে সমর্থন করি। কিন্তু যৌথ প্রযোজনায় পুরো বিষয়টা যেন সমান-সমান ভাগাভাগি হয়। কাজের সময় অনেক ক্ষেত্রেই সেই ভারসাম্যটা রাখা যায় না। সেই কারণে হয়তো অনেকে উষ্মা প্রকাশ করেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.