Sylhet Today 24 PRINT

এবার কলকাতাও দেখবে জয়ার ‘খাঁচা’

বিনোদন ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান তার অভিনীত ‘খাঁচা’ সিনেমাটি এবার কলকাতার দর্শকরাও দেখতে পারবে।

মঙ্গলবার (২৬ জুন) কলকাতার নন্দনে আয়োজিত বাংলাদেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত কোনো কোনো ছবি সব সময় ওপার বাংলার দর্শক দেখতে পান না। কিন্তু এইবার কলকাতার দর্শকরা বঞ্চিত হবেন না জয়া আহসানের এপার বাংলায় অভিনীত এই সিনেমা থেকে।

পরিচালক আকরাম খানের চলচ্চিত্র ‘খাঁচা’ বাংলাদেশে মুক্তি পায় ২০১৭ সালে। ১৯৪৭ সালের দেশভাগের ঘটনা নিয়ে প্রখ্যাত ঔপন্যাসিক হাসান হাজিজুল হকের গল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। বার বার দেশত্যাগের চেষ্টা করে বাংলাদেশি একটি হিন্দু পরিবার। কিন্তু প্রতিবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হয়। আর এই টানাপড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘‘আমার অন্যতম একটি প্রিয় ছবি খাঁচা। এই সিনেমার বিষয় এখনও প্রাসঙ্গিক এবং সমসাময়িক। আকরম খান পরিচালিত ও বাংলাদেশের প্রথম আলো পুরস্কারপ্রাপ্ত এই ছবিটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। আমার খুব ভাল লাগছে, কারণ এই ছবিটি এ বার কলকাতার মানুষও দেখতে পাবেন।’’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.