Sylhet Today 24 PRINT

চরিত্রের প্রয়োজনেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছি : মানসী

বিনোদন ডেস্ক |  ২৯ জুন, ২০১৮

কলকাতার অভিনেত্রী তিনি। টেলিপর্দায় এতদিন দর্শক তাকে পৌরাণিক অথবা ফ্যান্টাসি চরিত্রে দেখেছেন। ‘সাত ভাই চম্পা’-র সাতরানির একরানি এবং কালারস বাংলার ধারাবাহিক ‘মনসা’র নেতি চরিত্রে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। সেই মানসী আসছেন এবার নতুন আমেজে। নিজেকে ভেঙে নতুন আঙ্গিকে হাজির হচ্ছেন তিনি দর্শকদের সামনে।

হইচই’র নতুন ওয়েবসিরিজ ‘সেই যে হলুদ পাখি’-তে বেশ খোলামেলা দেখা গেছে এই অভিনেত্রীকে। সে নিয়ে তিনি এখন আলোচনায়। সিরিজটিতে মুখ্য চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, শাশ্বত চট্টোপাধ্যায় ও মানসী। সম্প্রতি সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে এবং সেখানেই মানসীকে দেখা গিয়েছে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি প্রায় ঘনিষ্ঠ মুহূর্তে।

এই ওয়েবসিরিজে কাজ করার অভিজ্ঞতা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে সম্প্রতি কলকাতার একটি সংবাদপত্রের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মানসী। সেখানে তিনি বলেন, ‘এটাই আমার প্রথম কোনো ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়। এর আগে দর্শক আমাকে অন্যভাবে দেখেছে। আমি চেয়েছি ভিন্ন কিছু করতে এবং একটি ভালো চরিত্র নিয়ে সবার সামনে আসতে। প্রথমে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরে যখন শুনলাম যে ইন্টিমেট সিনগুলো গৌরবের সঙ্গে, তখন প্রথমে সরাসরি ওর সঙ্গে কথা বলি। গৌরব আমাকে প্রচুর সাহস দিয়েছে। কারণ ওরও প্রথম অন-স্ক্রিন বোল্ড সিন ছিলো ওটা। দুজনের বোঝাপড়াতেই কাজটি ভালোভাবে করতে পেরেছি।’

এই দৃশ্যে দর্শক মানসীকে কিভাবে গ্রহণ করবে? এমন প্রশ্নের জবাবে মানসী বলেন, ‘আমিও একটু চিন্তিত রয়েছি। প্রথমবার খোলামেলা হয়ে হাজির হচ্ছি। তবে চরিত্রের প্রয়োজনেই ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করেছি। এবং ভালো চরিত্রে ডিমান্ড করলে আরও করতে রাজি আছি। চিত্রনাট্য পড়ে আমার মনে হয়নি এই সিনটা অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক। সেই জন্যেই করেছি। আর এখন যখন ট্রেলার দেখলাম, গানের সিকোয়েন্সগুলো দেখলাম, অ্যাম ভেরি হ্যাপি। খুব এক্সাইটেড যে দর্শকরা কীভাবে নেবেন আমাকে, একদম একটা মাইথোলজিকাল ক্যারেক্টার থেকে সুহিনা। আশা করছি দর্শকের রেসপন্স ভালোই হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.