Sylhet Today 24 PRINT

রণবীরের সঙ্গে বাগদানের জল্পনা খারিজ ক্যাটরিনার

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিদেশ সফর নিয়ে জল্পনা হয়েছিল বিস্তর। তাঁরা নাকি বাগদান পর্ব সেরেই ফিরেছিলেন।

নিউজ ডেস্ক |  ১৭ জানুয়ারী, ২০১৫

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিদেশ সফর নিয়ে জল্পনা হয়েছিল বিস্তর। তাঁরা নাকি বাগদান পর্ব সেরেই ফিরেছিলেন। এতদিন এসব নিয়ে মুখ না খুললেও আজ ক্যাটরিনা এসব জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়েছেন, আদৌ এসব কিছুই হয়নি।

 ক্যাটরিনার মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রণবীর-ক্যাটরিনার বাগদান নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা মোটেই সত্যি নয়।তিনি জানিয়েছেন, লন্ডনে বিশেষ বাগদান পর্ব সেরে আসার জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।

এর আগে তাঁদের বাগদান নিয়ে বলিউডে বিস্তর গুঞ্জন ছড়িয়েছিল। তাঁরা নাকি ২০১৪ সালের ৩১ অক্টোবর বাগদান পর্ব সেরে ফেলেছেন। লন্ডনে একটি গোপন অনুষ্ঠানে তাঁরা নাকি আংটিও বদল করেছেন। সেখানে রণবীরের বাড়ির লোকও উপস্থিত ছিল। এই খবরকে ভিত্তিহীন বলে খারিজ করলেন ক্যাটরিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.