Sylhet Today 24 PRINT

বর্ণবৈষম্যের বিরুদ্ধে সাকিরা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৫

রিপাবলিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এক হাত দেখে নিলেন পপ তারকা শাকিরা। ট্রাম্পের বিদ্বেষপূর্ণ এবং বর্ণবৈষম্যমূলক মন্তব্য বিরক্ত করেছে তাকেও। তারই প্রতিবাদে সরব হয়েছেন তিনি।

মেক্সিকান উদ্বাস্তুদের কারণে মার্কিন সীমান্তে মাদক সংক্রান্ত অপরাধ এবং ধর্ষণ বাড়ছে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

এ প্রসঙ্গে প্রতিবাদ জানাতে টুইটারে শাকিরা লেখেন, 'এটি বিদ্বেষপূর্ণ এবং বর্ণবৈষম্যমূলক মন্তব্য। এটা এমন একটা দেশকে বিভাজিত করার প্রচেষ্টা, যে দেশ ঐতিহ্য এবং গণতন্ত্রের সমর্থক। এ শতাব্দীতে যারা বাস করছেন, তাদের এরকম অবহেলা সহ্য করা উচিত নয়।'

তবে তার টুইটের বিপক্ষে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প কোনো কথা বলেননি। শাকিরা আরও জানান, দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন তিনি। বর্তমানে অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.