Sylhet Today 24 PRINT

উচ্চ শব্দে গান করায় কুমার শানুর বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৮

নব্বইয়ে দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে নিয়ম ভেঙে গভীর রাত পর্যন্ত মঞ্চে উচ্চ শব্দে গান করায় থানায় অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার মিথানপুরা থানায় তার নামে এফআইআর করা হয়৷

জানা যায়, সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে মুজাফফরপুর যান এই কিংবদন্তি এই সঙ্গীতশিল্পী। সেখানেই গভীর রাত পর্যন্ত সঙ্গীত পরিবেশন করেন তিনি। পরদিন ভোরে অনুষ্ঠান শেষ হয়।

সারারাত ধরে উচ্চ শব্দে গান বাজার ফলে আশেপাশের মানুষের ঘুমের সমস্যা হয়। এতে বিরক্ত হয়ে পরদিন সকালে থানায় অভিযোগই ঠুকে দেন তারা। শানুর সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক অঙ্কিত কুমারের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়৷

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘নিয়ম লঙ্ঘন করার অভিযোগেই এফআইআরটি আমরা নিয়েছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.