Sylhet Today 24 PRINT

আমেরিকায় ৫ শহরে প্রদর্শিত হবে ‘স্বপ্নজাল’

বিনোদন ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম এর দ্বিতীয় সিনেমা স্বপ্নজাল আমেরিকার ৫টি সিটিতে প্রদর্শিত হবে। বাংলা সিনেমার বিশ্ব পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এই প্রদর্শনীর আয়োজন করেছে। সিনেমাটি দেখানো হবে নিউইয়র্ক, ভার্জেনিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা এবং ডালাসে। সিনেমায় অপু চরিত্রে ইয়াশ রোহান ও শুভ্রার ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি।

বায়োস্কোপ ফিল্মস’র সিইও রাজ হামিদ জানান, ৯ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় জ্যামাইকার সিনেপ্লেক্স। নর্থ ক্যারোলিনার রোলি শহরের ওয়েদারস্পোন স্টুডেন্ট সেন্টারে সিনেমাটি দেখা হবে ১৫ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টায়। ৭ অক্টোবর রবিবার দুপুর ২টায় দেখানো হবে ভার্জিনিয়ার ডিসি সিনেমা হলে। ফ্লোরিডার অর্লেন্ডো শহরের সাউট চেইস সিনেমা হলে ছবিটি দেখা যাবে ৩০ সেপ্টেম্বর রোববার দুপুর ২টায়। ডালাসের ভেনিশিয়ান সিনেমা হলে সিনেমাটি দেখা যাবে ৭ অক্টোবর রবিবার দুপুর ২টায় ।

রাজ হামিদ বলেন, আমেরিকার সিনেমা হলগুলো যেনো আমাদের সিনেমা নিয়মিত প্রদর্শনীর আয়োজন করে তাই আমরা দেশের ভালো সিনেমাগুলো এখানে মুক্তি দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি হলে গিয়ে সিনেমা দেখেন তা হলো আমাদের প্রচেষ্টা সার্থক হবে। বাংলা সিনেমা এবং সংস্কৃতি হবে বিশ্বময়। মুক্তির মিছিলে রয়েছে পোড়ামন-২ এবং মাটি।

সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের এবং শাহেদ আলী প্রমুখ।

গিয়াস উদ্দিন সেলিম ‘মনপুরা’ সিনেমার নয় বছর পর নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’। এটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। এপ্রিলের ছয় তারিখ বাংলাদেশে মুক্তি পেয়েছিলো স্বপ্নজাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.