Sylhet Today 24 PRINT

কলকাতায় বাংলাদেশের সাধনা

‘নবদিশা–২০১৮’ নৃত্য উৎসব

বিনোদন ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সাধনা এবার ভারতের কলকাতায় যাচ্ছে নৃত্য প্রযোজনা নিয়ে। ‘নবদিশা – ২০১৮’ নৃত্য উৎসবে অংশ নেবে সাধনার নৃত্যশিল্পীরা। ‘নবদিশা ২০১৮’ নৃত্য উৎসব আয়োজন করছে কলকাতার ‘উপাসনা নৃত্য কেন্দ্র’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাধনার পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ সেপ্টেম্বর কলকাতায় মঞ্চস্থ হবে সাধনার প্রযোজনা ‘ফায়ার ফ্লাইজ’। রবীন্দ্রনাথের ইংরেজি কবিতাগুচ্ছ ‘ফায়ার ফ্লাইজ’ অবলম্বনে একই নামে নৃত্য প্রযোজনা মঞ্চে এনেছে সাধনা।

‘ফায়ার ফ্লাইজ’ এর নৃত্য পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও তরুণ মেধাবী নৃত্যশিল্পী অমিত চৌধুরী।

এই প্রযোজনাটির পরিকল্পনায় আছেন মার্কিন নৃত্যশিল্পী কোর্টনি সাটো। সঙ্গীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী এবং শিল্প নির্দেশনায় আছেন লুবনা মারিয়াম।

এই প্রযোজনাটি ২০১২ সালে প্রথম মঞ্চে নিয়ে আসে সাধনা। একই বছর প্রযোজনাটি দিল্লিতে মঞ্চস্থ করে সাধনা। সেখানে দর্শকের কাছ থেকে বিপুল প্রশংসা অর্জন করে।

‘ফায়ার ফ্লাইজ’ জাপানি হাইকু আঙ্গিকে লেখা। কবি জাপানি ভক্তদের হাত পাখায় প্রথম লিখতে আরম্ভ করেন এই কবিতাগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.