Sylhet Today 24 PRINT

‘আমার উপন্যাস নিয়ে সিনেমা হবে স্বপ্নেও ভাবিনি’

বিনোদন ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০১৮

‘আমি প্রথমে লজ্জা পেতাম, আমার উপন্যাস প্রকাশ হলে চলবে কি না ভাবতাম। পরে আমার ‘গাঙচিল’ উপন্যাসটি প্রকাশ হয়। অমর একুশে বইমেলায় বেস্ট সেলার বইগুলোর একটি ছিল এটি। এটা আবার ছবি হবে আমি স্বপ্নেও ভাবিনি। এদেশের কোনো পলিটিশিয়ান উপন্যাস লেখেননি। তাদের গল্প নিয়ে সিনেমা হয়নি। এদিক থেকে আমি অনেক সোভাগ্যবান। সব মিলিয়ে আজকের দিনটি আমার জন্য স্পেশাল।’

বুধবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘গাঙচিল’ সিনেমার মহরত। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। বিষয়টি নিয়ে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করলেন ওবাদুল কাদের।

ওবায়দুল কাদের বলেন,‘আমি লক্ষ্য করলাম এই উপমহাদেশে কোনো পলিটিশিয়ান উপন্যাস লেখেনি। ভাবলাম চেষ্টা করে দেখি, সেই দুঃসাহসটা আমি একটু দেখাই। ঝড়, জলচ্ছাস, প্রাকৃতিক দুর্যগের চিত্র প্রায়ই আমরা দেখি। সেখানে মানুষগুলো ভাসমান হয়ে যায়। সেসব নিয়ে জীবন ঘনিষ্ঠ একটি উপন্যাস আমি লিখতে চেয়েছি। দক্ষিণ অঞ্চলের গাঙচিল নামে একটা চরকে কেন্দ্র করে উপন্যাসটি লিখেছি।’

ওবায়দুল কাদের আরও বলেন,‘একবার জেলে ছিলাম। এটা শেষ করেছি জেল থেকে বের হয়ে কক্সবাজারে। একটু একটু করে লেখা আগাচ্ছিল। পরে সাতদিন একটানা সময় নিয়ে উপন্যাসটি শেষ করি। সময় এর প্রকাশক ফরিদও বারবার তাড়া দিচ্ছিল লেখাটি শেষ করার জন্য। আমি প্রথমে লজ্জা পেতাম। আমার উপন্যাস চলবে কি না ভাবতাম। পরে এটা প্রকাশ হয়। এবার সিনেমা হচ্ছে এটা নিয়ে।’

‘গাঙচিল’ ছবিটি পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এখানে জুটি হিসেবে দেখা যাবে ফেরদৌস-পূর্ণিমাকে। এই ছবিতে পূর্ণিমার পাশাপাশি আরও অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও।

ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ থেকে চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের মারুফ রেহমান আর ভারতের প্রিয় চট্টোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করছে নায়ক ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠান নুজহাত ফিল্মস। ঢাকায় পাঁচদিন শুটিংয়ের পর আগামী নভেম্বর মাস থেকে নোয়াখালী জেলায় এই ছবির বাকি শুটিং হবে বলে জানান পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.