Sylhet Today 24 PRINT

মেয়েদের অসুখ নিয়েও রসালো গল্প ছড়ানো হয়: ঐশী

বিনোদন ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৮

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন জান্নাতুল ফেরদৌস ঐশী। গত ৩০ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হলে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সেখানে স্বপ্নের এ মুকুট মাথায় পরেন ঐশী।

আগামী ৯ ডিসেম্বর মূল প্রতিযোগিতায় অংশ নিতে চীনে যাবেন এই সুন্দরী। সেখানে ১০ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বসুন্দরী বাছাইয়ের আনুষ্ঠানিকতা। সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিলেন। তার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঐশী।

গত সপ্তাহ থেকেই জ্বরে ভুগছিলেন। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঐশী। চিকিৎসকদের পরামর্শে গত শনিবার থেকে তিনি পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

তবে ঐশী জানান, ভয়ের কিছু নেই। এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো। হাসপাতাল থেকে গতকাল সোমবার নিজের বাসায় ফিরেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘আল্লাহর রহমতে এখন ভালো আছি। চিকিৎসকরা বলেছেন দ্রুতই সেরে উঠবো। কয়েক দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত বাসায়ই বিশ্রাম করছি।’

বরিশালের পিরোজপুরের এই তরুণী আরও বলেন, ‘সঠিক সময়ে সেরে উঠতে পারবো এটাই আনন্দের খবর। ৯ ডিসেম্বর দেশ ছাড়তে হবে মূল আসরে অংশ নেয়ার জন্য। অনেক কিছু এখনও গুছানো বাকি। সবার কাছে দোয়া চাই যেন দ্রুত স্বাভাবিক হতে পারি। ভালো প্রস্তুতি নিয়ে দেশের জন্য সম্মানজনক কিছু বয়ে আনতে পারি।’

তবে দুঃখ নিয়ে ঐশী বলেন, ‘অসুস্থতার চেয়েও বেশি কষ্ট পেয়েছি একটি মিথ্যা গুজব শুনে। কিছু সংবাদমাধ্যমে খবর এসেছে আমি নাকি প্রেগন্যান্ট; তাই লুকিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি! সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে নোংরা কথা ছড়াচ্ছেন সত্য যাছাই না করে। আমি খুব অবাক হয়েছি, মানুষের অসুস্থতা নিয়ে কেউ মজা করে নাকি! মেয়েদের অসুখ নিয়েও এ দেশে রসালো গল্প ছড়ানো হয়। তারা ভাবে না যাকে নিয়ে মজা করা হচ্ছে তার পরিবার সেজন্য বিব্রত হয়, অপমানিত হয়।

জানি না এই মনগড়া খবরটি কে বা কারা লিখেছেন, কী ফায়দা তাদের হয়েছে। এটা খুবই লজ্জাজনক একটি বিষয়। ডেঙ্গু নিশ্চিত না হয়ে কাউকে জানাতে চাইনি বলেই অসুস্থতার বিষয়টি গোপন ছিল। আমার পরিবার আছে, আত্মীয়রা আছে। সবাই চিন্তা করবেন অসুখের খবর পেলে।’

তিনি বলেন, ‘আসলে এই দেশে একজন মেয়ে মানুষকে খুব সহজেই ছোট করে ফেলা যায়। খুব সহজেই যা কিছু তা ছড়িয়ে দিয়ে ভাইরাল করে ফেলা যায়। যারা ওইসব নোংরা চিন্তাগুলো করেন তারা হয়তো নিজেদের পরিবারের মেয়েদেরও সম্মান দিতে পারেন না। কিছু লোক তো থাকেনই সমাজে যারা সবসময়ই চেষ্টা করেন অন্যকে ছোট করতে। তারা টের পান না, এসব করে নিজেরাই তারা নিজেদের ছোট করেন।’

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আয়োজক অন্তর শোবিজ সূত্রে জানা গেছে, ডিসেম্বরের ৭ তারিখ চীনে যাবার কথা ছিল ঐশীর। তবে সেটি পরিবর্তিত হয়ে ৯ ডিসেম্বর করা হয়েছে। এরই মধ্যে মিস ওয়ার্ল্ড’র ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে ঐশীর নাম। সেখানে প্রকাশ করা হয়েছে এই সুন্দরীর ছবি ও ব্যক্তিগত তথ্যাদি।

প্রসঙ্গত, গত বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেন জেসিয়া ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.