Sylhet Today 24 PRINT

ঢাকা লিট ফেস্টে মণীষা

বিনোদন ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৮

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মণীষা কৈরালা এবার ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশ নিবেন।

আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে  বাংলা একাডেমিতে সকাল সোয়া ১১টায় ‘ব্রেকিং ব্যাড’ অধিবেশনে নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলবেন এই বলিউড তারকা।

ক্যানসার জয়ী এই অভিনেত্রী নিজের লেখা প্রথম বই ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ লেখার ঘোষণা দিয়েছেন অনেক আগেই।  বইটি প্রসঙ্গেও কথা বলবেন তিনি।  এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন উৎসবের অন্যকম পরিচালক সাদাফ সাজ।

এদিকে, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায়  ‘মান্টো’ ছবির প্রদর্শনী হয়।  ছবিটি  নিয়ে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলেন এর পরিচালক নন্দিতা দাস।

ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে মণীষা কৈরালা ও নন্দিতা দাস ছাড়াও অংশ নিবেন  অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন।  উৎসবে বিভিন্ন শিল্পী ও সাহিত্যকদের পাশাপাশি এই তিন অভিনেত্রীর উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলা একাডেমিতে গতকাল থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.