Sylhet Today 24 PRINT

‘আয়নাবাজি’র রেকর্ড ভাঙ্গতে কানাডায় ‘দেবী’

বিনোদন ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৮

প্রচার-প্রচারণায় এগিয়ে ছিলো বরেণ্য লেখক হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত ছবি ‘দেবী’। ব্যবাসীয়ক দিক থেকেও সফল ছবিটি। জয়া আহসান অভিনীত ও প্রযোজিত ছবিটি এবার  মুক্তি পেলো আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের সিনেমার পথিকৃত আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর পরিবেশনায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট  চেইনে আজ ছবিটি মুক্তি পেলো বিশ্ববাজারে।

কানাডার দুটি শহর টরন্টো ও মিসিসাগাতে প্রথম সপ্তাহে দুটি প্রেক্ষাগৃহে মোট ৫২ শো নিয়ে যাত্রা শুরু করছে ‘দেবী’। পর্যায়ক্রমে কানাডার আরও ৪ টি শহরে উইনিপেগ,এডমন্টন,ক্যালগেরি,সারে (ভ্যানকুভার)-এ সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট লোকেশনেো ৩০ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। পাশাপাশি একই তারিখে অটোয়া ও সাস্কাটুনের একটি করে সিনেপ্লেক্সও দেখা যেতে পারে ‘দেবী’।

স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোঃ অলিউল্লাহ সজিব নিশ্চিত করেছেন বিষয়টি। তিনি বলেন, ‘কানাডা্য় বিশ্বের নামকরা সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চেইনে প্রতি লোকেশনে সপ্তাহজুড়েই চলবে দেবী। চাহিদা থাকলে সপ্তাহও বাড়তে থাকবে।আমরা আশা করি দেবী কানাডায় আয়নাবাজির রেকর্ড ভেঙে ফেলবে। টরন্টো শহরে সিনেপ্লেক্সে টানা চার সপ্তাহ চলেছিলো আয়নাবাজি। অন্য ৩টি সিনেপ্লেক্সে চলেছিলো টানা দুই সপ্তাহ।বক্স অফিসে আয় করেছিলো ৪৮০৫৫ কানাডিয়ান ডলার।‘

দেবী সিনেমার অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান বলেন,‘হলিউড,বলিউডের ছবির মতোই দেবী আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে এটি গৌরবের বিষয়। প্রবাসী বাংলাদেশী ও বাংলা ভাষাভাষীদের দলে দলে দেবী দেখার আমন্ত্রণ থাকলো।’

স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন বলেন, ‘কেউ কেউ শুভমুক্তি আর একটি,দুটি শো প্রদর্শনীকে মিলিয়ে ফেলেন।এটি ঠিক নয়।স্বপ্ন স্কেয়ারক্রো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশী সিনেমা মুক্তি দিয়ে আসছে।দেবী আমাদের পরিবেশনায় আন্তর্জাতিক বাজারে ১২ নম্বর সিনেমা।’

টরন্টো ও মিসিসাগাতে ১৬ তারিখে মুক্তি পাচ্ছে দেবী।টিকেট পাওয়া যাচ্ছে অনলাইনে ও সংশ্লিষ্ট সিনেমা হলের কাউন্টারে।.দেবী এর শো টাইম ইতোমধ্যে চলে এসেছে সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট এর ওয়েবসাইটে। https://www.cineplex.com ওয়েব সাইটে গিয়েও টিকে ক্রয় করা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.