Sylhet Today 24 PRINT

মুক্তির নয় দিনেই তিনশ কোটি ছাড়ালো বাহুবলির আয়

বিনোদন ডেস্ক |  ২০ জুলাই, ২০১৫

মুক্তির নয় দিনেই ৩০০ কোটি ছাড়ালো এস এস রাজামৌলি পরিচালিত ভারতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বাহুবালি’র আয়।

৮ জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী ৩০৩ কোটি রুপি আয় করেছে ২৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত তেলেগু সিনেমা ‘বাহুবালি’। এর মাধ্যমে মূলধন উঠিয়ে লাভের মুখ দেখলো সিনেমাটি।

দক্ষিনের মহাতারকা রজনিকান্তের ‘এনথিরান’-এর সর্বমোট আয়কেও ছাড়িয়েছে ‘বাহুবালি’র আয়। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘এনথিরান’-এর বিশ্বব্যাপী আয় হয়েছিল ২৫৬ কোটি রুপি।

বাণিজ্য বিশ্লেষক ত্রিনাথ জানান, ‘বাহুবালি’র হিন্দি সংস্করণও এখন পর্যন্ত আয় করেছে ৫০ কোটি রুপি। ডাবিং করা কোনো সিনেমা হিসেবেও সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে ‘বাহুবালি’।

এমনকি বলিউড ভক্তদের ঈদ আকর্ষণ সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ও ডিঙাতে পারেনি ‘বাহুবালি’কে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ উদ্বোধনী আয় এবং সবচেয়ে কম সময়ে শত কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনমাটি।

পৌরাণিক ধাঁচের ‘বাহুবালি’র কাহিনি গড়ে উঠেছে রাজ্যের ক্ষমতা দখলের জন্য দুই সহোদরের লড়াইকে কেন্দ্র করে।

এতে অভিনয় করেছেন প্রভাস, রানা ডাগুবাতি, আনুশকা শেঠি এবং তামান্না ভাটিয়া। সিনেমাটির সিকুয়াল মুক্তি পাবে আগামী বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.