Sylhet Today 24 PRINT

৯ দিনেই বাহুবলি গড়লো অনন্য ৯ টি রেকর্ড

বিনোদন ডেস্ক |  ২১ জুলাই, ২০১৫

মুক্তি পাওয়ার পর থেকে রাজামুলি নির্দেশিত 'বাহুবলি' একের পর এক রেকর্ড গড়ে চলেছে। ছবিটির সবকিছুই যেনো দর্শকদের আকৃষ্ট করে রেখেছে। আর তাইতো মুক্তি পাওয়ার ৯দিনের মধ্যেই ছবিটি ৯টি রেকর্ড ভেঙে ফেলেছে!

প্রথম রেকর্ড: ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি। 'বাহুবলি' তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।

দ্বিতীয় রেকর্ড: বিশ্বের সর্ববৃহৎ পোস্টার তৈরি করার জন্য 'বাহুবলি'র নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেছে। কোচিতে উদ্বোধন হওয়া ওই পোস্টারের আয়তন ছিল ৫১ হাজার বর্গফুট।

তৃতীয় রেকর্ড: ভারতীয় সিনেমার ইতিহাসে 'বাহুবলি' প্রথম ছবি যা মুক্তির দিনই ৫০ কোটি টাকা ঘরে তুলেছে।

চতুর্থ রেকর্ড: মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ২৮ কোটি টাকা কামিয়ে ফেলেছে প্রভাস অভিনীত 'বাহুবলি'।

পঞ্চম রেকর্ড: সবচেয়ে কম সময়ে সবচেয়ে দ্রুত ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে 'বাহুবলি'।

ষষ্ঠ রেকর্ড: মাত্র পাঁচ দিনেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে যায় এস এস রাজামুলি নির্দেশিত 'বাহুবলি'।

সপ্তম রেকর্ড: 'বাহুবলি'-ই দক্ষিণ ভারতের প্রথম ছবি যা মাত্র ৯ দিনের মধ্যেই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।

অষ্টম রেকর্ড: 'বাহুবলি'র ছবির হিন্দি সংস্করণও ইতিমধ্যেই ৫০ কোটি ঘরে তুলেছে। এখনও পর্যন্ত 'ডাবিং' করা কোনও ছবির ক্ষেত্রে যা রেকর্ড।

নবম রেকর্ড: আন্তর্জাতিক সিনেমা মূল্যায়ণ সংস্থা আইএমডিবি 'বাহুবলি'কে দশের মধ্যে ৯.৫ রেটিং দিয়েছে। এই সংস্থা হলিউড সিনেমা '৩০০'-কে ৭.৮ রেটিং দিয়েছিল। এত উচ্চ রেটিং আর কোনও ছবি পায়নি।

এবার শুধুই সামনে তাকানোর পালা ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.