Sylhet Today 24 PRINT

হাসপাতালে গাজী মাজহারুল আনোয়ার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জানুয়ারী, ২০১৯

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, পরিবেশক এবং একুশে পদকপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তার হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে দিঠি আনোয়ার।

দিঠি আনোয়ার জানান, গতকাল শনিবার নিজের বাসাতে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মুজিবুর রহমান তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন। চেকআপ না করা পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না জানিয়েছেন চিকিৎসক।

প্রসঙ্গত,বহু গুণে গুনান্বিত একজন মানুষ গাজী মাজহারুল আনোয়ার। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ গানের মধ্যে ৩টি গানই তার লেখা। তার লেখা উল্লেখযোগ্য গান হলো ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘জন্ম আমার ধন্য হল’ প্রভৃতি।

গাজী মাজহারুল আনোয়ার স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। চলচ্চিত্রে নানা ভূমিকার জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০ হাজারেরও বেশি গানের রচয়িতা তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.