Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। ৭ জানুয়ারি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সম্প্র‌তি সংস্কৃতিবান্ধব শেখ হাসিনার চায়ের দাওয়াতে গণভবনে সমবেত হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের মানুষরা। হাসি, আনন্দ, আড্ডা আর ছবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বিকেল কাটে তাদের।

শুধু প্রধানমন্ত্রী নন, তার বোন শেখ রেহানা ও মেয়ে পুতুলের সঙ্গেও আনন্দ আড্ডায় মেতেছিলেন তারকারা। ছবি তোলার হিড়িক পড়েছিল সবার মধ্যে। চলচ্চিত্র তারকাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন- চিত্রনায়ক ফারুক, শাকিব খান, কবরী, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, পপি, অপু বিশ্বাস, বাপ্পারাজ, নিপুণ, ইমন, সাইমন সাদিক, জায়েদ খান, ড্যানি সিডাক, শাহনূর, অঞ্জনা, নূতন, সিয়াম আহমেদ, পূজা চেরি প্রমুখ।

এছাড়াও টিভি অভিনেত্রীদের মধ্যে ছিলেন- সুবর্ণা মোস্তাফা, শমী কায়সার, আফসানা মিমি, মেহের আফরোজ শাওন, তারিন, অপি করিম, রোকেয়া প্রাচী, আজমেরী হক বাঁধন, হৃদি হক, মুনিরা ইউসুফ মেমী, জ্যোতিকা জ্যোতি, দীপা খন্দকার, তানভীন সুইটি, শামীমা তুষ্টি, বিজরী বরকতউল্লাহ, অরুণা বিশ্বাস।

তাদের সকলের উপস্থিতিতে গণভবনে এক অন্যরকম আমেজে তৈরি হয়। শুধু চলচ্চিত্র ও টিভি তারকারাই নয়, সেখানে উপস্থিত ছিলেন গানের মানুষজনও। গানের মানুষদের মধ্যে ছিলেন কুমার বিশ্বজিৎ, হাসান আবিদুর রেজা জুয়েল, সুমনা হক, রবি চৌধুরী, এসডি রুবেল, কোনাল, কৌশিক হোসেন তাপস, তিমির নন্দী, শম্পা রেজা, ফকির আলমগীর, কুদ্দুস বয়াতি, পড়শী, ফাতেমা তুজ-জোহরা, খালিদ হোসেন, মনোয়ার হোসেন টুটুল।

তারকা দম্পতি জাহিদ হাসান-সাদিয়া ইসলাম মৌ, সৈয়দ হাসান ইমাম-লায়লা হাসান, ম. হামিদ-ফাল্গুনী হামিদ, আজিজুল হাকিম-জিনাত হাকিম, ফরিদা পারভীন-গাজী আবদুল হাকিম, তারিক আনাম খান-নিমা রহমান, ড. ইনামুল হক-লাকী ইনাম, রফিকুল আলম-আবিদা সুলতানারাও অংশ নিয়েছিলেন এই আয়োজনে।

আরও ছিলেন টিভি অভিনেতা মাহফুজ আহমেদ, আতাউর রহমান, মামুনুর রশীদ, শাহরিয়ার নাজিম জয়, মাজনুন মিজান, তুষার খান, মানস বন্দ্যোপাধ্যায়, আহসানুল হক মিনু, মডেল ফয়সাল, জাদুশিল্পী জুয়েল আইচ, আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পী শামীম আরা নীপা, নির্মাতা শহীদুল আলম সাচ্চু, চয়নিকা চৌধুরী, সাজ্জাদ হোসেন দোদুল, প্রযোজক আব্দুল আজিজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.