Sylhet Today 24 PRINT

হাসপাতালে সুরকার আলাউদ্দীন আলী

বিনোদন ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৯

সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দীন আলী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার স্ত্রী ফারজানা মিমি নিশ্চিত করেছেন।

ফারজানা মিমি জানান, আলাউদ্দীন আলী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তাকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

আলাউদ্দীন আলী বাংলাদেশের সংগীতাঙ্গনের বিশিষ্ট এক সুর স্রষ্টার নাম। তার হাতে সৃষ্টি হয়েছে অসংখ্য জনপ্রিয় গান।
গীতিকবিদের কবিতা আর আলাউদ্দীন আলীর মনকাড়া সুর শিল্পীদের কণ্ঠে হয়ে উঠেছে অনন্য। যে কারণে একজন সুরকার হিসেবে এখন পর্যন্ত বরেণ্য এই সংগীত পরিচালক পেয়েছেন সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর একবার গীতিকবি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সম্প্রতি সিটি ব্যাংক থেকে বিশেষভাবে সম্মানিত হন তিনি। গুণী এই মানুষটির জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর, মুন্সিগঞ্জের বিক্রমপুরের টঙ্গিবাড়ী থানার বাঁশবাড়ী গ্রামে। তার বাবা ওস্তাদ জাদব আলী। মায়ের নাম জোহরা খাতুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.