Sylhet Today 24 PRINT

যত দিন বাঁচব, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকব: আকবর

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন সঙ্গীতশিল্পী আকবর। অসুস্থ আকবরের চিকিৎসা চালিয়ে যাবার মতো সামর্থ্য ছিল না। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন। আকবরের চিকিৎসায় ২২ লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী।

গেল ১৩ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন এই গায়ক। পরদিন টাঙ্গাইলের সখীপুরে ভালোবাসা দিবসের একটি কনসার্টে অংশ নেন।

আকবর বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশমতো চিকিৎসকেরা আমাকে যত্নের সঙ্গে চিকিৎসা করেছেন। যত দিন বাঁচব, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকব।’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারকাখ্যাতি পাওয়া আকবর যোগ করে বলেন, ‘আমি হানিফ সংকেত স্যারের প্রতিও কৃতজ্ঞ। তার কাছে আমার ঋণের শেষ নাই। অভিভাবক হিসেবে তাকে সব সময় সঙ্গে পেয়েছি।’

গেল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আকবর। তখন থেকে পিজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এই শিল্পী জানান, পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। প্রতি সপ্তাহে পিজি হাসপাতালের চর্ম, কিডনি ও মেডিসিন বিভাগ থেকে চেকআপ করাতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিজি হাসপাতালের প্রধানের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে চিকিৎসার জন্য যা খরচ হবে তা হাসপাতাল বহন করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.