Sylhet Today 24 PRINT

‘মুনাকে’ সাংসদ করায় প্রধানমন্ত্রীকে ‘বাকের ভাইয়ের’ ধন্যবাদ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মার্চ, ২০১৯

‘কোথাও কেউ নেই’ নাটকের নিঃসঙ্গ চরিত্র মুনাকে (সুবর্ণা মুস্তাফা) সংসদে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ওই নাটকেরই বাকের ভাই চরিত্রের অভিনেতা আসাদুজ্জামান নূর।

বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সুবর্ণা মুস্তাফাকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচন করায় তিনি ধন্যবাদ জানান।

বক্তব্যের শুরুতে আসাদুজ্জামান নূর বলেন, তিনি স্মৃতিকাতর হয়ে পড়েছেন। বক্তব্যের শুরুতে তিনি ৩০ বছর পেছনে ফিরে যেতে চান।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হয়। মুনা নিঃসঙ্গ নায়িকায় পরিণত হন। তবে আজ তিনি আর নিঃসঙ্গ নন। তিনি আজ এই সংসদে সাড়ে তিনশ সংসদ সদস্যের সঙ্গে বসে আছেন। এবং সেই বাকের ভাই চরিত্রে অভিনয় করেছিলাম আমি, আপনার সামনে দাঁড়িয়ে আছি।’

শিল্পী সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নূর বলেন, যে ঘটনাটি ঘটল, হুমায়ূন আহমেদ তার নাটকে তা করতে পারেননি। বাস্তবে এটা সম্ভব হয়েছে। এই সুযোগটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আসাদুজ্জামান নূর এবার নিয়ে মোট চারবারের এমপি। আর সংরক্ষিত নারী আসন থেকে এবারই প্রথম এমপি হয়েছেন মুনা চরিত্রে অভিনয় করা সুবর্ণা মুস্তফা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.