Sylhet Today 24 PRINT

এবার ফুটবল মাঠে দেখা যাবে জয়াকে

বিনোদন ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৯

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ-২০১৯ এর শুভেচ্ছাদূত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এই আয়োজনের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন বলে জয়া জানান।

জয়া বলেন, ‘অনূর্ধ্ব ১৯–এ যারা অংশ নিচ্ছে, তারা প্রত্যেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা ও মেধার জোরে উঠে এসেছে। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি দারুণ দৃষ্টান্ত। আমি এতে অংশ নেয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তাদের গল্পও আমাকে অনুপ্রেরণা জোগাবে।’

অভিনেত্রী আরও বলেন, ‘শুধু শুভেচ্ছাদূত হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সবাইকে বলতে চাই, আপনারা আসুন, গ্যালারিতে বসে আমাদের মেয়েদের উৎসাহ দিন।’

তাছাড়া এই আয়োজনের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা অর্থাৎ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নাম জড়িয়ে আছে। এটাও জয়ার জন্য গর্বের বলে উল্লেখ করেন।

বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯–এর বিভিন্ন কার্যক্রমে জয়া আহসানকে দেখা যাবে। তিনি কিশোরী খেলোয়াড়দের উৎসাহ জোগাবেন, তাদের পাশে থাকবেন এবং গ্যালারিতে বসে খেলাও দেখবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.