Sylhet Today 24 PRINT

ফেরদৌসের পর নুরকে ভারত ছাড়ার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৯

চিত্রনায়ক ফেরদৌসের পর বাংলাদেশি এবার আরেক অভিনেতা গাজী আব্দুন নুরকে ভারত ছাড়ার নির্দেশ নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়। সম্প্রতি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার কামারহাটিতে এক নির্বাচনী প্রচারে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’র রাজা রাজচন্দ্রের অভিনেতা গাজি আবদুন নুর নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন। এর প্রেক্ষিতেই তার বিরুদ্ধে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় এ পদক্ষেপ নিলো।

এর আগে, কলকাতার ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে নূরের ভিসা সম্পর্কিত বিশদ তথ্য চেয়ে পাঠায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, নুরের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নিতে পারে ভারত।

বুধবার রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সাংবাদিকদের বলেন, বাংলা ধারাবাহিকের অভিনেতা গাজী নুরকে তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের সঙ্গে দমদম কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে প্রচারে  দেখা গিয়েছে। দেশের আইন ভেঙে দেশদ্রোহিতার সমান অপরাধ করেছে তৃণমূল কংগ্রেস। আমরা সৌগত রায়ের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.