Sylhet Today 24 PRINT

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী নির্মাতার ছবি

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৯

৭২তম কান চলচ্চিত্র উৎসবের অধীনে অনুষ্ঠিত হচ্ছে ৪র্থ সিনেমা পজিটিভ সপ্তাহ। ১৬-২৩ মে অনুষ্ঠেয় সিনেমা পজিটিভের প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের নির্মাতা আমীরুল আরহামের ছবি ‘সোশ্যাল বিজনেস’।

কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত মূলধারার ছবির পাশাপাশি সিনেমা পজিটিভ সপ্তাহে এবার তিনটি বিভাগে ৩৫টি ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে ফিচার ফিকশনে ১৩টি, ফিচার ডকুমেন্টারি ফিল্ম বিভাগে ১০টি আর প্রথম নির্মিত ছবি ১২টি।

চলচ্চিত্র সমাজ নির্মাণে ভূমিকা রাখে? সমাজ নির্মাণে একজন চলচ্চিত্রকারের দায়বদ্ধতা কতটুকু? সামাজিক ন্যায়বিচারে গণতান্ত্রিক অধিকার, বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন, আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণ, সপ্তমাত্রিক চলচ্চিত্র শিল্পসমাজ নির্মাণে নতুন কোনো পথরেখা দিতে পারে?—এমনই সব ভাবনা থেকে ফরাসি লেখক, দার্শনিক ও অর্থনীতিবিদ জ্যাক আতালি কান উৎসবের সঙ্গে সমান্তরাল করে ‘সিনেমা পজিটিভ’ আয়োজন করেন। নতুন ধারার এই উৎসব সবার জন্য উন্মুক্ত। ২৩ মে কান উৎসবের সিএনসি প্যাভিলিয়নে তিনটি বিভাগে পাঁচটি পুরস্কার দেওয়া হবে।

আমীরুল আরহাম ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি। তিনি কবি, প্রাবন্ধিক, সাংবাদিক ও চলচ্চিত্রকার। আমীরুল আরহাম পরিচালিত তথ্যচিত্রগুলো একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘দ্য লস্ট সৌলস অব বাংলাদেশ’ (২০০০), ‘এ ব্যাংকার ফর দ্য পুওর’ (২০০০), ‘দ্য ডেভিল ওয়াটার’ (২০০৬), ‘শামসুর রাহমান’ (২০০৮), ‘দ্য ওয়াটার অব গোয়ালমারি’ (২০০৯) ও ‘সোশ্যাল বিজনেস’ (২০১৭)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.