Sylhet Today 24 PRINT

এখনো লাইফ সাপোর্টে এ টি এম শামসুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৯

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান এখনো লাইফ সাপোর্টেই আছেন। গত শক্রবার তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার সকালে আবার তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে তাঁর স্ত্রী রুনি জামান জানান, এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। আর চিকিৎসকদের মতে, তাঁর ফুসফুস এখনো খুবই দুর্বল। তাই চিকিৎসকেরা কোনো ঝুঁকি নিতে চান না।

এ টি এম শামসুজ্জামান এখন রাজধানীর আসগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। এখানে অধ্যাপক রাকিব উদ্দিন তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছেন।

এদিকে উন্নত চিকিৎসার জন্য এ টি এম শামসুজ্জামানকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লন্ডনে আছেন। জানা গেছে, তিনি দেশে ফেরার পর এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এ টি এম শামসুজ্জামান গত ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন। তাঁর খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সেদিন রাত ১১টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর ফুসফুসে অস্ত্রোপচার করা হয়। এরপর তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। ৩০ এপ্রিল তাঁকে প্রথম লাইফ সাপোর্ট দেওয়া হয়।

বার্ধক্যের কারণে অভিনয় থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই শখের বশে অভিনয় করতে দেখা গেছে এ টি এম শামসুজ্জামানকে। তাঁর অভিনীত ‘আলফা’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ছবিটি গত ২৬ এপ্রিল দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক ও গল্পকার। অভিনয়ের জন্য তিনি  জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য তিনি ২০১৫ সালে একুশে পদক পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.